Friday, 23 September 2022

Heat Set কেন এবং কিভাবে করতে হয়

Heatset কেন এবং কিভাবে করতে হয়?



 


💚Heatset  কেন ?


Dia , Gsm Control /Lycra Conttrol এবং ক্রীজ মার্ক রিমুভ করার জন্য হিটসেট করা হয়।


 


💚ডাইং এর আগে হিটসেট না করলে কি হয়?


 


ডাইং এর  পর কাপড় খেপে যায় , প্রচুর crease marks পড়ে Dia-GSM Variation এবং Shrinkage খারাপ হয়। Colour Uneven ও হতে পারে।


 

💚কোন কোন কাপড় হিটসেট করতে হয়?


 


***সকল ধরনের Lycra জাতীয়।


3. Polyester


4. All  CVC /PC


5.Viscose


 

💚Heatset এ কি ক্যামিক্যাল ব্যবহার করা হয়?


১.Nof


২.RGO


৩.KS90


৪.MCVK


Detergent জাতীয়


 

💚Temperature  কোন ধরনের ফেব্রিকের কত দিবো?


Lycra Rib/SJ এর জন্যঃ


💚Deep Color


Temp-    190-195C


Dia-       8-10%(5-6”+) Req. Dia থেকে


GSM-   10-15 ( Req. GSM থেকে ১০-১৫ কম রাখতে হবে)


Speed-19-20 mm ( যদি ৭-৮ চেম্বার হয়)


নোটঃOver Feed- Gsm এর উপর নির্ভর


 


💚White বা Lt Color


Temp-190-195C( যদি ৭-৮ চেম্বার হয়)


Dia-    8-10%(5-6”+) Req. Dia থেকে


GSM - Req. GSM থেকে ৫ কম বা সমপরিমাণ রাখতে হবে


Speed- 19-20mm(যদি৭-৮ চেম্বার হয় )


 


💚Viscose


Temp-200-205c


Dia-10-15”(8-10”+)  Req. Dia থেকে


Gsm -15-20(Req. GSM থেকে কম রাখতে হবে )


Speed-16-18mm(যদি ৭-৮ চেম্বার হয়)


💚Lycra Terry


Temp-195-200c


Dia-8-10%(5-6”+) Req. Dia থেকে


GSM-10-15( Req. GSM থেকে ১০-১৫ gsm কম রাখতে হবে ।


🙏অবশ্যই মনে রাখবেন যদি Peach অথবা  Brush থাকে সেই ক্ষেত্রে Gsm ৫ কম বা সমপরিমান রাখতে হবে ।


Speed-19-20mm(যদি ৭-৮ চেম্বার)


নোটঃ over feed gsm এর উপর নির্ভর


 


💚সকল ধরনের PC/ CVC এর ক্ষেত্রেঃ


Temp-180-185c


Dia- 2-3”+(Req. Dia থেকে +)


Gsm- Req. GSM থেকে ৫-১০ কম রাখতে হবে  


Speed -25-26 mm( যদি ৭-৮ চেম্বার)


Overfeed-20-30%


 


 


💚Heaset proper হচ্ছে কিনা বুঝবেন কিভাবে ?


১।কাপড় হলুদ বর্ণ হবে ।


২.খেজুর গুড় বা বিস্কুটের মত গন্ধ হবে ।


৩.ক্রীজ মার্ক আছে কিনা দেখতে হবে ।


৪.কাপড় গরম আছে কিনা দেখতে হবে ।


৫.Dia- GSM ঠিক থাকবে ।


 


👮সতর্কতাঃ


Heatset  সময়  Burner , Blower , Exchust Fan, Over feed এ নিদিষ্ট ও সুক্ষ ভাবে সেটিং দিতে হবে তা না হলে কাপড় নস্ট হবে।


Heatset চালানোর সমুয় মেশিনের হেল্পার , অপারেটর সবাই কে খুব সচেতন এবং খেয়াল রাখতে হবে । যেহেতু হাই টেম্প এ  heatset  করা হয় । সেহেতু মেশিন বন্ধ হলে বা ভিতরে ডাস্টের কারণে আগুন লেগে যেতে পারে।

No comments:

Post a Comment

মধুপুর আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে

 টাঙ্গাইলের মধুপুর উপজেলায় উৎপাদিত আনারস ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ...