Friday, 2 September 2022

জুমআর নামাযের শেষ তাশাহুদে ইমামের সাথে নামাযে শামিল হলে কি করবে?

 

প্রশ্নঃ (৩২১) জুমআর নামাযের শেষ তাশাহুদে ইমামের সাথে নামাযে শামিল হলে কি করবে?


উত্তরঃ কোন মানুষ যদি জুমআর দিন শেষ তাশাহুদে ইমামের সাথে নামাযে শামিল হয় তবে তার জুমআ ছুটে গেল। সে ইমামের সাথে নামাযে শামিল হবে ঠিকই কিন্তু চার রাকাআত যোহর আদায় করবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ


 مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاةَ 


“যে ব্যক্তি নামাযের এক রাকাআত পেয়ে গেল, সে পূর্ণ ছালাত পেয়ে গেল।”[1] এ হাদীছ থেকে বুঝা যায় যে ব্যক্তি এক রাকআতের কম নামায পাবে সে নামায পেল না। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে আরো বর্ণিত হয়েছে। তিনি বলেন, “যে ব্যক্তি জুমআর নামাযের এক রাকাত পেল সে জুমআর নামায পেয়ে গেল।”[2] অর্থাৎ ইমামের সালাম ফেরানোর পর দ্বিতীয় রাকআত আদায় করলে সে জুমআর নামায পেয়ে গেল। 


[1] ছহীহ্‌ বুখারী, অধ্যায়ঃ নামাযের সময়, অনুচ্ছেদঃ যে ব্যক্তি নামাযের এক রাকআত পায়। মুসলিম, অধ্যায়ঃ মাসাজিদ, অনুচ্ছেদঃ যে ব্যক্তি নামাযের এক রাকআত পেয়ে গেল সে পূর্ণ ছালাতই পেয়ে গেল। 

[2] নাসাঈ, অধ্যায়ঃ জুমআর নামায, অনুচ্ছেদঃ যে ব্যক্তি জুমআর নামাযের এক রাকআত পায়। ইবনু মাজাহ্‌, অধ্যায়ঃ নামায কায়েম করা, অনুচ্ছেদঃ যে ব্যক্তি জুমআর নামাযের এক রাকআত পেল।

📕?ফতোওয়া আরকানুল ইসলাম

No comments:

Post a Comment

মধুপুর আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে

 টাঙ্গাইলের মধুপুর উপজেলায় উৎপাদিত আনারস ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ...